সুইজারল্যান্ডের ইতিহাস গড়ার দিন
রাশিয়া বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সেরা সময় পার করছে সুইজারল্যান্ড। শেষ ষোলোতে তারা আজ মুখোমুখি হবে সুইডেনের।মঙ্গলবার রাত ৮টায় সেন্ট পিটার্সবার্গে শুরু হতে যাওয়া ম্যাচে সুইডেনকে হারাতে পারলে ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের শেষ আটে চলে যাবে সুইজারল্যান্ড।সুইজারল্যান্ড এবং সুইডেন ইউরোপের দুই চেনা প্রতিপক্ষ। অথচ বিশ্বকাপের পরিসংখ্যানে তারা একদম অচেনা। বিশ্বকাপের বাছাইপর্বে তাদের একাধিকবার তেভা জলেও মূল মঞ্চে কখনই মুখোমুখি হয়নি দু’দল। আজ প্রথমবার তারা একে অপরের প্রতিপক্ষ হিসেবে খেলবে।
সুইডেন একাদশ :
রবিন ওলসেন, মিকায়েল লাসটিগ, ভিক্টর নিলসন লিন্ডেলফ, আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট, লুডউইগ অগাস্টিনসন, ভিক্টর ক্লায়েসন, গুস্তাভ এসভেনসন, আলবিন একদাল, এমিল ফরসবার্গ, মার্কাস বার্গ, ওলা তোইভোনেন।
সুইজারল্যান্ড একাদশ :
ইয়ান সোমের, মিকায়েল ল্যাঙ, ইয়োহান জুরু, ম্যানুয়েল আকানজি, রিকার্ডো রদ্রিগেজ, ভ্যালন বেহরামি, গ্রানিত জাকা, জাদরান শাকিরি, ব্লেরিম জেমাইলি, স্টিভেন জুবের, জোসিপ দ্রিমিক।
TE
কোন মন্তব্য নেই