মালয়েশিয়ার অভিযানে ধৃত হাজারো বাঙালি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মালয়েশিয়ার অভিযানে ধৃত হাজারো বাঙালি



অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া প্রশাসন। গত তিন দিনে দেশটিতে বসবাসরত আট হাজার অবৈধ অভিসাসীদের ধরা হয়েছে; যার মধ্যে এক হাজারের ওপরে বাংলাদেশী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়া সরকার এই অভিযানের নাম দিয়েছে মেগা অরারেসি-৩ (মেগা ওপস-৩)। বাংলাদেশী ভুক্তভোগী পাশে দাড়াতে বাংলাদেশ সরকারের এগিয়ে আসার আহ্বান দেশটিতে বসবাসরত বাংলাদেশীদের।
সূত্র মতে, দেশটির সরকার অবৈধ ভাবে বসবসরতদের দেশে ফিরে যেতে, নয়তো প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে ৩০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। এর মধ্যে যারা শর্ত পূরণ করতে পানেনি তাদের এখন বেছে বেছে ধরা হচ্ছে।
তবে দেশটির সকরারের পক্ষ থেকে এখনও একটি সূযোগ রাখা হয়েছে অবৈধ অভিবাসীদের জেন্য। আগামী ৩০ আগস্টের মধ্যে বাংলাদেশী অর্থে ৩০হাজার টাকা ফি প্রদান করে ১৪ দিনের জন্য দেশটিতে থাকার সুযোগ পাওয়া যাবে। তবে এই ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট ফি প্রদানকারীকে মালয়েশিয়ায় থাকার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে নিতে হবে নয়তো নিজ দেশে ফিরে যেতে হবে।
অন্যথায়া মালয়েশীয় প্রশাসন যেকোন মূল্যে অবৈধ ভাবে দেশটিতে বসবাসরতদের ধরে সাজা প্রদান করবে বলে হুশিয়ারি প্রদান করেছে। ধৃতদের সর্বোচ্চ এক বছরের হাজতবাস ও ৩হাজার ৫০০ রিংগিট (বাংলাদেশী টাকায় যা প্রায় ৭৪ হাজার টাকা) জরিমানা প্রদান করতে হবে।


দেশটিতে বৈধভাবে বসবাসরত বাংলাদেশী শিক্ষার্থী মুক্তদির নাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, কর্মসংস্থান ও লেখাপড়ার জন্য মালয়েশিয়ায় আশাদের মধ্যে রয়েছে বাংলাদেশী, ইন্দোনেশীয়ান, ভারতীয়, নেপালী, ভূটানীসহ আশপাশের বেশকয়েকটি দেশের মানুষ। এবারের অভিযানে সবচাইতে বেশি ধরা পড়ছে ইন্দেনেশীয়ানরা। এর সাথে রয়েছে বাংলাদেশী। স্থানীয় প্রশাসন ঠিক কতোজনকে ধরেছে সে বিষয়ে মুখ খুলছে না। ইন্দোনেশিয়া সরকার থেকে ইতিমধ্যেই মালয়েশিয়া সরকারকে চাপ প্রদান শুরু করা হয়েছে। বাংলাদেশ সরকার থেকে এখন পর্যন্ত কোন ব্যবস্থা বা চাপ প্রদানের কোন সংবাদ পাওয়া যায়নি। আমরা যারা দেশটিতে বসবাস করছি তাদের সকলেই চাই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার এগিয়ে আশুক বিপদগ্রস্থ বাংলাদেশী অভিবাসীদের সহযোগীতায়।

এদিকে তিনি দেশটিতে থাকা বাংলাদেশী এ্যাম্বাসীতে কর্মতদের দায়িত্বে অবহেলা অভিযোগ এনে আরও জানান, নতুন পাসপোর্ট করতে দিলে এখানকার এ্যাম্বাসীর লোকেরা কালক্ষেপন করে। তাদের কারণে দেশটিতে থাকা বাংলাদেশীদের নান ভাবে নাজেহাল হতে হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অসৌজন্য মূলক ব্যবহার ও অসহযোগীতার রয়েছে রয়েছেই।


প্রসঙ্গত, এবারের নির্বাচনে প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদের নির্বাচনী ইসতেহারে উল্লেখ করেছিলেন, যে কোন মূল্যেই দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করা হবে। এরই ধারাবাহিকতায় দেশটির সরকার তাদের কর্মকান্ড শুরু করেছে।


TE

কোন মন্তব্য নেই