রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে পুলিশের বিশেষ অভিযান
সড়ক মহাসড়কে তিন চাকার দ্রুত যানবাহন দুর্ঘটনার অন্যতম কারণ। এজন্য সড়ক দুর্ঘটনা রোধে এবার মহাসড়ক থেকে তিন চাকার গাড়ি ধরে ধরে পুকুরে ফেলে দিয়েছে রাজশাহী হাইওয়ে পুলিশ। রোববার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কুঠিপাড়া এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।
দুপুর ২টা থেকে ৪টার মধ্যে মহাসড়ক থেকে আটক করে পুকুরে ফেলা হয় ২১টি যানবাহন। এর মধ্যে ১০টি ব্যাটারি চালিত অটোরিকশা, পাঁচটি অটোরিকশা-ভ্যান, পাঁচটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি ভুটভুটি। পরে টের পেয়ে ওই সড়কে তিন চাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাজশাহী হাইওয়ে পুলিশের শিবপুরহাট ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান জানান, ‘সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ তিন চাকার গাড়ি। তাই তিন চাকার গাড়ি যাতে মহাসড়কে চালাচল করতে না পারে এ কারণে এই অভিনব ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনার পর মহাসড়কে তিন চাকার গাড়ি যাতে চলাচল করতে না পারে এ জন্য পুলিশের উচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশনা এসেছে। সে নির্দেশনা অনুযায়ী তারা এ অভিযানে নেমেছেন বলে জানান এসআই মোস্তফিজুর রহমান।
প্রসঙ্গত, শনিবার বিকেলে নাটোরের লালপুরের কদিমচিলান ফিলিপ মোড় এলাকায় বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারা যান শিশু ও নারীসহ ১৫ জন। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও একই দিন সকালে রাজশাহীর কাটাখালি এলাকায় মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ভ্যান উল্টে মারা যান দাদা-নাতি। এতে আহত হন আরও দুইজন।
কোন মন্তব্য নেই