ইরানে ৬ মাত্রার ভূমিকম্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইরানে ৬ মাত্রার ভূমিকম্প


ইরানের কেরমানশাহ প্রদেশে ভূমিকম্পে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৫৮ জন। স্থানীয় সময় রোববার (২৬ আগস্ট) এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। দেশটির সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবামাধ্যমগুলো জানিয়েছে, কেরমানশাহের উত্তর–পশ্চিমাঞ্চলীয় তাজেহাবাদ শহরে একজন নিহত হয়েছেন। ভূমিকম্পের পর ৩ মাত্রার দু’টি আফটারশকও অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল কেরমানশাহ শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে। ইরাকের রাজধানী বাগদাদেও এই ভূমিকম্প অনুভূত হয়। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই