রাশিয়া সরাসরি অভিযোগ : বিদেশী বিশেষজ্ঞরা সিরিয়ায় পৌঁছেছে এবং তারা রাসায়নিক হামলা চালানোর পরিকল্পনা করছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাশিয়া সরাসরি অভিযোগ : বিদেশী বিশেষজ্ঞরা সিরিয়ায় পৌঁছেছে এবং তারা রাসায়নিক হামলা চালানোর পরিকল্পনা করছে

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ গতকাল (রোববার) এসব অভিযোগ করেছেন। তিনি বলেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের কাফ্‌র জিতা এলাকায় বিদেশী বিশেষজ্ঞরা ক্লোরিন গ্যাস দিয়ে হামলা চালাবে এবং এ হামলা হবে আগামী দুই দিনের মধ্যে।


রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ
জেনারেল কোনাশেংকভ বলেন, “ইদলিব প্রদেশের বাসিন্দাদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে যে, ইংরেজি ভাষাভাষী বিশেষজ্ঞরা ইদলিবের দক্ষিণে ‘যুদ্ধমুক্ত অঞ্চলে’ পৌঁছেছে এবং তারা ক্লোরিন ভর্তি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাবে।”

জেনারেল কোনাশেংকভ আরো বলেন, হামলার দৃশ্য ধারণ করা হবে এবং হামলায় অংশ নেয়ার জন্য উত্তরের কিছু লোককে কাফ্‌র জিতা এলাকায় আনা হয়েছে। এ হামলার মাধ্যমে বাইরের দেশের সেনারা সিরিয়ার পরিস্থিতি মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলবে এবং চলমান শান্তি প্রক্রিয়াকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই