শুধু মধ্যপ্রাচ্য নয় সেইসঙ্গে গোটা বিশ্বের মানুষ সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধের কাছে ঋণী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শুধু মধ্যপ্রাচ্য নয় সেইসঙ্গে গোটা বিশ্বের মানুষ সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধের কাছে ঋণী



ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী আব্দুল্লাহ আইয়ুবের সঙ্গে সাক্ষাতেও সন্ত্রাসবাদ মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেছেন। ইরান ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা আলোচনা শেষে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে সমঝোতা চুক্তিতে সই করেন।

সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান চেষ্টার কোনো ত্রুটি করেনি। কারণ সিরিয়ায় নিরাপত্তা প্রতিষ্ঠা হলে সমগ্র মধ্যপ্রাচ্যে নিরাপত্তা বজায় থাকবে। প্রকৃতপক্ষে, সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে যদি ইরানের ভূমিকা না থাকত তাহলে এ অঞ্চলের দেশগুলোর ভাগ্যে কি ঘটত বা কি ধরনের বিপর্যয় নেমে আসত তা বলা যায় না। এতে কোনো সন্দেহ নেই যে, দ্বিপক্ষীয় কিংবা বহুপক্ষীয় সহযোগিতা এ অঞ্চলের সব দেশের স্বার্থ রক্ষা করবে। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের কবল থেকে সিরিয়া মুক্ত হওয়ার পর ওই দেশটিতে বিদেশিদের হস্তক্ষেপের আর কোনো অজুহাত অবশিষ্ট নেই। এ কারণে সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার বিজয় শত্রুদেরকে চিন্তিত করে তুলেছে। বিশেষ করে আমেরিকা ও ইসরাইলের ঘুম হারাম হয়ে গেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আধিপত্য নীতি বাস্তবায়নে ব্যর্থতা এবং একের পর এক পরাজয়ের জন্য আমেরিকা ইরানকে দায়ী করছে। খ্যাতনামা আরব বিশ্লেষক ও রাই আল ইয়াওমের সম্পাদক আব্দুল বারি আতাওয়ান এক প্রতিবেদনে লিখেছেন, "ইসরাইল সিরিয়াকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে। ইসরাইল গত ২০ বছরের বেশি সময় ধরে এ হুমকি কার্যকর করার চেষ্টা করে আসলেও এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইসরাইলের এটা ভাবা উচিত যুদ্ধ শুরু হলে বরং ইসরাইলই ধ্বংস হয়ে যাবে। তাদের এটাও চিন্তা করা উচিত বিশ্বের মানচিত্রে সিরিয়া আট হাজার বছর ধরে টিকে আছে কিন্তু ইসরাইলের বয়স মাত্র ৭০ বছর। গত ৩৫ বছরে ইসরাইল একটি যুদ্ধেও বিজয় লাভ করতে পারেনি।"

এদিকে, সিরিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী মাহমুদ শাওয়া বলেছেন, ইরান ও সিরিয়ার কর্মকর্তাদের পারস্পরিক সহযোগিতা ও সফর বিনিময় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, এ সহযোগিতা মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরাইলের যুদ্ধকামী তৎপরতা ও ঘৃণ্য ষড়যন্ত্র মোকাবেলায় অবদান রাখবে। সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বিস্তারে ব্যাপক আগ্রহের কথা জানালেন সিরিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী।

যাইহোক, পর্যবেক্ষকরা বলছেন, সিরিয়ার ঘটনাবলী থেকে মধ্যপ্রাচ্যে ইরানের গভীর প্রভাবের বিষয়টি উপলব্ধি করা যায়।

কোন মন্তব্য নেই