ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ওপর ড্রোন হামলা চালিয়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ওপর ড্রোন হামলা চালিয়েছে



ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ওপর ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় বাইদা প্রদেশে এ হামলা চালানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের একটি সামরিক সূত্র জানিয়েছে, ইয়েমেনের সেনা ও তাদের মিত্ররা বাইদা প্রদেশের আল-জারিবাত এলাকায় সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ওপর হামলা চালায়। তার আগে ওই এলাকায় গোয়েন্দা ড্রোন দিয়ে তথ্য সংগ্রহ করা হয়।
দিনের শেষ দিকে ইয়েমেনের সেনা ও জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের জিজান প্রদেশের নাশাও সামরিক ঘাঁটির একটি সেনা সমাবেশে জিলজাল-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। তবে এতে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায় নি।

এছাড়া, গতকাল সন্ধ্যার দিকে ইয়েমেনের সেনা ও হুথি যোদ্ধারা সৌদি আরবের নাজরান প্রদেশের হিস্‌ন আল-হামাদ ঘাঁটিতে আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে সৌদি আরবের বেশ কয়েকজন সেনা হতাহত হয় এবং কয়েকটি সামরিক যান ধ্বংস হয়। এর পাশাপাশি সৌদি আরবের আল-শাবাকাহ ঘাঁটিতে হামলা চালিয়ে ইয়েমেনের স্নাইপাররা সৌদি আরবের তিন সেনাকে হত্যা করেছে।

কোন মন্তব্য নেই