পাবনায় বাণিজ্যিক ভবনে আগুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাবনায় বাণিজ্যিক ভবনে আগুন



পাবনা মধ্য শহরের আব্দুল হামিদ সড়কের অভিজাত বাণিজ্যিক কেন্দ্র ‘বিশ্বাস ভবনে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের নিচতলার একটি চাইনিজ রেস্তোরাঁসহ ১০টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ৬তলা ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পাবনা দমকল বাহিনীর সহকারী পরিচালক এম সাইফুল ইসলাম জানান, কিভাবে আগুন লেগেছিল তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।



অগ্নিকান্ডের খবর পেয়ে পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

এ ভবনে ৪টি বেসরকারি ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানসহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুনে দ্বিতীয় তলায় ২টি ব্যাংকের সামান্য ক্ষতি হয়েছে।

এদিকে ঈদের একদিন আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা কিনা জানতে চাইলে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, এমন মনে হচ্ছে না। তারপরও পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

কোন মন্তব্য নেই