মেঘনা তেল ডিপোতে আগুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেঘনা তেল ডিপোতে আগুন

খুলনার খালিশপুরে মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে আগুন লেগে দুই জন নিহত ও কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। এতে তিনটি ট্যাংক-লরি পুড়ে গেছে।



সোমবার বেলা ১১টার দিকে ডিপোর লোডিং পয়েন্টে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি কেউ।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন ও এলাকাবাসী জানান, বেলা ১১টার দিকে মেঘনা ডিপোর লোডিং পয়েন্টে প্রথম আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে নিহতরা দুজনই নজেল ম্যান।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাবিব মুন্সী বলেন, শুনেছি ট্যাংক-লরিতে তেল লোড দেয়ার সময় এই আগুন লাগে। দগ্ধদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কোন মন্তব্য নেই