টিকিট থাকলেও অনিশ্চয়তায় বাস যাত্রীরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টিকিট থাকলেও অনিশ্চয়তায় বাস যাত্রীরা



কালোবাজারি, বাসের জন্য দীর্ঘ অপেক্ষা আর টিকিট কেটেও কাউন্টারে বাস কর্তৃপক্ষের কাউকে না পাওয়া- সব মিলিয়ে ঘরে ফেরা নিয়ে যখন সংশয় তৈরি হয়েছে, তখন বাধ্য হয়েই ট্রাকে চড়ে যাত্রীরা পাড়ি দিচ্ছেন দীর্ঘ পথ। এমনটাই অবস্থা গাবতলী বাস টার্মিনালে জড়ো হওয়া ঘরমুখো মানুষের।

ঈদের আগের দিন টিকিট কাউন্টারে ব্যস্ত সময় পার করার কথা থাকলেও মেহেরপুরের মুজিবনগর ডিলাক্স পরিবহনের চিত্রটি ছিল অন্যরকম। যাত্রীদের অভিযোগ গেল দশদিন ধরে টিকিট বিক্রি করে এখন কাউন্টার বন্ধ করে পালিয়েছে কর্তৃপক্ষ।

একেতো ভ্যাপসা গরম। অন্যদিকে দীর্ঘ সময় পরও দেখা নেই বাসের। এমন অবস্থায় শিশুদের সঙ্গে নিয়ে চরম ভোগান্তিতে পড়েন শেকড়ের টানে ঘরমুখো মানুষেরা।


অনেকেই তাই বাধ্য হয়ে ছোট্ট শিশুকে নিয়েও চড়ে বসেন ট্রাকে। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করেন না ঘরমুখো মানুষেরা।

এদিকে, যাত্রীদের সঙ্গে প্রতারণা করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ইউনিয়নের এই নেতা।

গাবতলী বাস টার্মিনালের সামনের সড়কের দীর্ঘ যানজট ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়িয়ে দেয় আরো অনেকগুণ।

কোন মন্তব্য নেই