ইতালির গিরিখাদে বানের পানির তোড়ে ভেসে গিয়ে ১১ জন নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইতালির গিরিখাদে বানের পানির তোড়ে ভেসে গিয়ে ১১ জন নিহত



ইতালির দক্ষিণাঞ্চলে গভীর পার্বত্য গিরিখাদে বানের পানির তোড়ে ভেসে গিয়ে অন্তত ১১ জন নিহত হয়েছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, কালাব্রিয়া অঞ্চলে ঘটনাস্থল থেকে আরো ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে কোজেনজার হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় কতোজন নিখোঁজ রয়েছে, এখনো তা স্পস্ট করা হয়নি। কারণ ওই গিরিখাদে যারা ঢুকেছিলো সবাই প্রাতিষ্ঠানিক গাইড নিয়ে যাননি। ফলে রেজিস্ট্রারে অনেকের নামও লিপিবদ্ধ হয়নি। রাতে তল্লাশি অব্যাহত রাখার জন্য ওই এলাকাটিতে স্পটলাইট নেওয়া হয়।


কোন মন্তব্য নেই