যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব গ্রেপ্তার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব গ্রেপ্তার



যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা-পুলিশ। বুধবার রাত ৩ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, চাঁদাবাজির একটি মামলায় মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়েছে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর মোজাম্মেল হককে থানায় আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোজাম্মেল হকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দুলাল নামের এক ব্যক্তি একটি মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই