যুদ্ধপরাধী আব্দুর রহমান আর নেই
মুক্তিযুদ্ধে সময় মানবতাবিরোধী অপরাধ করা মামলার আসামি নেত্রকোনার আব্দুর রহমান (৭৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়। এর আগে দুপুরের দিকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী অাবু হানিফ জানান, দুপুরে তাকে কারাগার থেকে হাসপাতালের মেডিসিন বিভাগ ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ ছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন তিনি। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কোন মন্তব্য নেই