ব্রাজিলের সাও পাওলো শহরের কাছে একটি স্কুলে দুই বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে শিশুসহ অন্তত আটজন নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্রাজিলের সাও পাওলো শহরের কাছে একটি স্কুলে দুই বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে শিশুসহ অন্তত আটজন নিহত



ব্রাজিলের সাও পাওলো শহরের কাছে একটি স্কুলে দুই বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে শিশুসহ অন্তত আটজন নিহত ও আহত হয়েছেন আরো ১০ জন। গুলিবর্ষণের পর ওই দুই বন্দুকধারী নিজেরা নিজেদের গুলি করে আত্মহত্যা করে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গতকাল বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানা যায়, গুলিবর্ষণে নিহত শিক্ষার্থীদের বয়স ১১ থেকে ১৭ বছরের মধ্যে। এ ছাড়া এ ঘটনায় ওই স্কুলের দুই কর্মকর্তা নিহত হন।

ওই দুই বন্দুকধারীর বয়স ১৭ ও ২৫ বলে ধারণা করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয় পুলিশ জানায়, স্কুলের টিফিনের বিরতির সময় ওই দুই বন্দুকধারী স্কুলটিতে ঢুকে পড়ার আগে পাশের একটি দোকানের কর্মচারীকে গুলি করে আহত করে। তারপর স্কুলে ঢুকেই সঙ্গে সঙ্গে স্কুলের দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করে। পরে স্কুলের শিক্ষার্থীরা অন্য একটি কক্ষে লুকিয়ে পড়লে ওই কক্ষে গিয়ে গুলিবর্ষণ করে তারা।

আর এর পরই স্কুলের বারান্দায় দুই বন্দুকধারী নিজেরা নিজেদের গুলি করে আত্মহত্যা করে।



সাও পাওলো রাজ্যের গভর্নর জোয়াও ডরিয়া এ ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি এবং যা দেখেছি তাতে আমি পুরোপুরি বিস্মিত হয়েছি।’

জোয়াও ডরিয়া আরো বলেন, ‘ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের পরিবার লাশের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করবে।’

কোন মন্তব্য নেই