মেসি ভোট দিয়েছেন রোনালদোকে, রোনালদো দেননি মেসিকে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেসি ভোট দিয়েছেন রোনালদোকে, রোনালদো দেননি মেসিকে



ষষ্ঠবারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। ভোটের র‌্যাংক বিচারে ৪৬ পয়েন্ট নিয়ে এই পুরস্কার জিতে নেন বার্সার এই ফরওয়ার্ড। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ইতালির মিলান শহরের অপেরা হাউস লা স্কালায় বসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০১৯’ দেওয়ার অনুষ্ঠান। ভোটে দ্বিতীয় সর্বচ্চো ভোট পেয়েছেন লিভারপুল ও ডাচ ডিফেন্ডার ফন ডাইক। তিনি পেয়েছেন ৩৮ পয়েন্ট। আর ক্রিস্টিয়ানো রোনালদো ৩৬ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছেন।

প্রতিটি জাতীয় দলের অধিনায়ক, কোচ, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। ফলে ভোট দেওয়ার সুযোগ হয়েছিল আর্জেন্টাইন দলনেতা মেসি ও পর্তুগিজ অধিনায়ক রোনালদোর।

এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ভোট দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও এডেন হ্যাজার্ডকে।

কে কাকে ভোট দিলেন :

লিওনেল মেসি : সাদিও মানে, ক্রিশ্চিয়ানো রোনালদো, ফ্রেংকি ডি জং

ভার্জিল ফন ডিক : লিওনেল মেসি, মোহাম্মদ সালাহ, সাদিও মানে


ক্রিশ্চিয়ানো রোনালদো : মাথিয়াস ডি লিট, ফ্রেংকি ডি জং, কিলিয়ান এমবাপ্পে

ফার্নান্দো সান্তোস : ক্রিশ্চিয়ানো রোনালদো, ফ্রেংকি ডি জং, মাথিয়াস ডি লিট

লিওনেল স্কালোনি : লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, সাদিও মানে।


কোন মন্তব্য নেই