৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘জন উইক হেক্স’
হলিউডের অ্যাকশন ঘরানার চলচ্চিত্র ‘জন উইক’ অবলম্বনে নির্মিত হয়েছে স্ট্র্যাটেজিক গেম ‘জন উইক হেক্স’।
আগামী ৮ অক্টোবর গেমটি মুক্তি পাবার কথা রয়েছে। প্রাথমিকভাবে উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের জন্য অবমুক্ত করা হচ্ছে গেমটি। ধারণা করা হচ্ছে,অল্পদিনের মধ্যেই কনসোলের জন্যও গেমটি নিয়ে আসা হবে।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশঅ্যাবল জানিয়েছে, এটি তৈরির সময় পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন মূল চলচ্চিত্রের স্টান্ট কো-অর্ডিনেটর জোজো ইউসেবো।
গেমটির ডেভেলপমেন্টে কাজ করেছে লায়ন্সগেট গেমস, গুড শেপার্ড এন্টারটেইনমেন্ট ও বিথেল গেমস। এপিক গেমস স্টোর থেকে ২০ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে প্রি-অর্ডার করা যাবে গেমটি।
‘জন উইক হেক্স’-এর গ্রাফিকস ডিজাইন করা হয়েছে কমিক-বুক স্টাইল আর্টে। ফলে খেলার সময় ভিন্ন স্বাদের গ্রাফিকসের মজা পাবেন গেমাররা। স্বল্প অ্যামো, সীমিত রিলোড টাইমের মতো প্রতিবন্ধকতা রাখা হয়েছে গেমে।
তবে গেমটি খেলতে কী ধরনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন প্রয়োজন পড়বে তা এখনও জানানো হয়নি। অবশ্য ন্যূনতম ৬৪ বিট উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম, জিটিএক্স ৭৫০ টিআই গ্রাফিকস, ১৫ গিগাবাইট স্টোরেজ, ৬ জিবি র্যাম ও ২.৪ গিগাহার্টজ ক্ষমতাসম্পন্ন কোরআই-৫ প্রসেসরের প্রয়োজন পড়বে বলে ধারণা দিয়েছে অনলাইন সাইট গেম-ডিবেট।
কোন মন্তব্য নেই