এবার ভারতের সেনাবাহিনীতে করোনার আক্রমণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবার ভারতের সেনাবাহিনীতে করোনার আক্রমণ














এবার ভারতের সেনাবাহিনীতেও আক্রমণ করেছে করোনাভাইরাস। এক সেনাসদস্যের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জিনিউজ।

খবরে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ছুটিতে ছিলেন ওই সেনাসদস্য। তার পর কাজে যোগ দিতেই তার দেহ ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।

সম্প্রতি ইরান থেকে তীর্থ করে ফিরেছেন ওই সেনাসদস্যের বাবা। তার মা, বাবা, স্ত্রী ও সন্তানকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে, বর্তমানে করোনাভাইরাসের দ্বিতীয় দফার মধ্য দিয়ে যাচ্ছে ভারত। এই পরিস্থিতিতে দেশে ৭২ ল্যাবরেটরি চালু করা হয়েছে।

সংস্থার ডিরেক্টর ডা. বলরাম ভার্গব জানিয়েছেন, এই সপ্তাহের শেষ দিকে আরও ৪৯টি ল্যাবরেটরি চালু করা হবে। দেশের সব ল্যাবের জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪২। ইতিমধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মঙ্গলবার কলকাতায় একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই