‘পতেঙ্গা সমুদ্রসৈকতে লোক সমাগম না করার নির্দেশ’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘পতেঙ্গা সমুদ্রসৈকতে লোক সমাগম না করার নির্দেশ’







করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে কোন ধরনের লোক সমাগম না করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্টপলিটন পুলিশ (সিএমপি)।






বুধবার (১৮ মার্চ) দুপুরে সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমান তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেন।

মঙ্গলবার (১৭ই মার্চ) সরকারি বন্ধের দিন হওয়ায় পতেঙ্গা সমুদ্র সৈকতে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে সিএমপি কমিশনার এ সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি নিজের ওয়ালে লিখেন, ‘এই হলো পতেঙ্গা সৈকতের গতকালের (মঙ্গলবার) দৃশ্য... করোনাভাইরাস থেকে নগরবাসীকে বাঁচাতে আমরাই দায়িত্ব নিলাম... খালি থাকবে সৈকত, দয়া করে কেউ যাবেন না।’

ইতিমধ্যে করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কোন মন্তব্য নেই