পাকিস্তানে একদিনে ২ করোনা আক্রান্তের মৃত্যু, বাংলাদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা
করোনা সংক্রমণ ক্রমেই চাপ বাড়াচ্ছে ভারতের। উদ্বেগ বাড়ছে উপমহাদেশের পার্শ্ববর্তী দেশগুলিতেও। বুধবারই দুপুরেই বাংলাদেশে এক করোনা আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া যায়। দুজনআক্রান্তের মৃত্যু হয়েছে পাকিস্তানেও।.
সংবাদসংস্থা সূত্রের খবর, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের মরদান জেলায় বুধবার প্রথম করোনা ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বয়েস ৫০ বছর। সম্প্রতি সৌদি আরব থেকে ফিরেছিলেন ওই ব্যক্তি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এক ৩৬ বছর বয়েসি রোগীও মারা গিয়েছেন পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে। বুধবার পর্যন্ত পাকিস্তানের করোনা আক্রান্তের সংখ্যা ৩০১। সংক্রমণ আটকাতে ৫ এপ্রিল পর্যন্ত সমস্ত জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
করোনা চাপ বাড়িয়েছে বাংলাদেশেরও। করোনা কাঁটায় থমকে গিয়েছে মুজিববর্ষ পালনের বহু উদ্যোগ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এ যাবত আক্রান্তের সংখ্যা ১৪। এর মধ্যে তিনজনের বিদেশযাত্রার ইতিহাস রয়েছে। বুধবার দুপুরে এক আক্রান্তের মৃত্যু হয়। তাঁর ডায়াবিটিস ও কিডনির সমস্যা ছিল।
#Corona Virus
কোন মন্তব্য নেই