"দিনে কতজন আসছে বিদেশ থেকে?"
টানা তিনদিন পেশাগত কারণে বিমানবন্দরে থেকে মনে হলো করোনা নিয়ে আমরা ইয়ার্কি করছি! আজও চীন থেকে সকাল সাতটা আটাশ মিনিটে এসেছে ইউএস বাংলার একটি ফ্লাইট৷ এছাড়া লন্ডন থেকে দুপুরে এসেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বিমানবন্দরের পরিচালককে ব্রিফিংয়ে প্রশ্ন করলাম, "দিনে কতজন আসছে বিদেশ থেকে?"। গত তিনদিনের গড় হিসেব করে জানালেন, ''প্রতিদিন সাত হাজার যাত্রী আসছে”। যেসব ফ্লাইট আসছে এগুলোর প্রায় সবগুলোই করোনা আক্রান্ত দেশ থেকে। আরেকটা বিষয় দেখলাম, বিমানবন্দরে টার্মিনাল দিয়ে বেরিয়েই কিছু কিছু প্রবাসী অপেক্ষমান স্বজনদের সাথে কোলাকুলি করছে।
বাসায় তারা হোম কোয়েরেন্টাইন কি করবেন, বিমানবন্দরে নেমেইতো তারা জড়াজড়ি-গড়াগড়ি খাচ্ছেন! শুধু সরকারের দোষ না খুঁজে নিজেদেরও সচেতন হতে হবে।
কোন মন্তব্য নেই