মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

 


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৭টির বা ৩৬.৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগেরদিন লেনদেন শেষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১ টাকা ৭০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। এর মাধ্যমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ডিএসইর শীর্ষ দর বৃ্দ্ধি তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে শীর্ষ দর বৃ্দ্ধি তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামিক ফাইন্যান্সের ৯.৭০ শতাংশ, আইপিডিসির ৮.৯৭ শতাংশ, আরএসআরএম স্টিলের ৮ শতাংশ, আইএলএফএসএলের ৭.৩১ শতাংশ, আইএফআইসির ৭.২৮ শতাংশ, বে লিজিংয়ের ৬.৮৭ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৬.৮১ শতাংশ, রহিম টেক্সটাইলের ৬.১৮ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্টের শেয়ার দর ৬.০৪ শতাংশ বেড়েছে।

কোন মন্তব্য নেই