বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি


 

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৯টির বা ৫৫.৫৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এসবিএসি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস বুধবার এসবিএসি ব্যাংকের ক্লোজিং দর ছিল ১১ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এসবিএসি ব্যাংক ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোক্যামিক্যালের ৯.৯৭ শতাংশ, রিং সাইনের ৯.৬১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.১১ শতাংশ, নূরানীর ৯.০৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৮.৯৬ শতাংশ, আইপিডিসির ৮.৭৫ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৮.৬২ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৮.৬২ শতাংশ এবং এবি ব্যাংকের ৭.৫৩ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই