১৬ যাত্রী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১৬ যাত্রী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার

 

১৬ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাশিয়ার পূর্বদিকের কামচাটকা পেনিনসুলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ সাত জন। তাঁদের খোঁজ চলছে। 


জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কামচাটকা পেনিনসুলা এলাকার দক্ষিণের একটি লেকের কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। Vityaz-Aero কোম্পানির ওই কপ্টারটিতে ছিল ১৩ জন যাত্রী এবং ৩ জন ক্রিউ সদস্য। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে পর্যটন নিয়ে যাচ্ছিল বিমানটি। তখনই দুর্ঘটনাটি ঘটে। 


মস্কো থেকে ৬ হাজার কিলোমিটার পূর্বে এবং আলাস্কা থেকে ২ হাজার কিলোমিটার পশ্চিমে অবস্থিত কামচাটকা পেনিনসুলা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে খুব প্রিয়। এই প্রথম নয়, আগেও কামচাটকা পেনিনসুলা এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেছে। জুলাই মাসেই ২৮ জন পর্যটককে নিয়ে সেখানে ভেঙে পড়ে আন্তোনভ An-26 টুইন ইঞ্জিন বিমান।  

কোন মন্তব্য নেই