কনজ্যুমার কোম্পানির শেয়ার বেচে দেবে ইবনে সিনা ফার্মা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কনজ্যুমার কোম্পানির শেয়ার বেচে দেবে ইবনে সিনা ফার্মা



 

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড কনজ্যুমার পণ্য খাতে করা তার বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়া সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের আলোকে কোম্পানিটি ইবনে সিনা কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডে থাকা কোম্পানির সব শেয়ার বিক্রি করে দেওয়া হবে।


আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে বিনিয়োগ প্রত্যাহার সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।




উল্লেখ, দ্যা ইবনে সিনা কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের ৪০ ভাগ শেয়ারের মালিক ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।



এই শেয়ার কেনার জন্য কোম্পানিটি ৬ কোটি টাকা বিনিয়োগ করেছিল। কিন্তু সামগ্রিক বাস্তবতা পর্যালোচনায় কোম্পানির পরিচালনা পর্ষদ মনে করছে, এই খাতে বিনিয়োগ বাস্তবসম্মত ও লাভজনক নয়। তাই এই বিনিয়োগ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।



কোন মন্তব্য নেই