ভারতের চেয়ে ৩ গুণ বেশি চীনের প্রতিরক্ষা বাজেট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতের চেয়ে ৩ গুণ বেশি চীনের প্রতিরক্ষা বাজেট

 

ফের প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ালো চীন। দেশটি জানিয়েছে, আজ শনিবার (৫ মার্চ) তাদের বার্ষিক প্রতিরক্ষা বাজেট ৭ দশমিক ১ শতাংশ বাড়িয়ে ২৩০ বিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে। গত বছর যা ছিল ২০৯ বিলিয়ন ডলার।  


চীন সরকার ২০২২ সালের বার্ষিক প্রতিরক্ষা প্রতিরক্ষা বাজেট ২৩০ বিলিয়ন মার্কিন ডলারে করার প্রস্তাব দিয়েছে। এটি গত বছরের তুলনায় সাত দশমিক এক শতাংশ বেশি।


দেশটির সরকার পরিচালিত চায়না ডেইলি জানিয়েছে, আজ চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) প্রধানমন্ত্রী লি কেকিয়াং খসড়া বাজেট প্রস্তাব করেন। সেখানে বলা হয়েছে, চীন সরকার ২০২২ অর্থবছরের জন্য প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছে ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন ইউয়ান ( ২৩০ বিলিয়ন মার্কিন বিলিয়ন ডলার)। 


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এই প্রতিরক্ষা বৃদ্ধির বাজেট ভারতের ৫ দশমিক ২৫ লাখ কোটির প্রতিরক্ষা বাজেটের তিনগুণ বেশি। 


গত বছর চীন প্রতিরক্ষা খাতে প্রথমবারের মতো ২০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়। ২০২১ সালে দেশটিতে প্রতিরক্ষা খাতে বাজেট ৬ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ২০৯ বিলিয়ন মার্কিন ডলার করা হয়।  


পার্লামেন্টে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে লি কেকিয়াং দেশটির পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) 'যুদ্ধ প্রস্তুতি আরও ব্যাপক' করার আহ্বান জানান। 


লি বলেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষার জন্য চীনা সেনাবাহিনীকে 'সংকল্পবদ্ধ ও নমনীয় পদ্ধতিতে সামরিক সংগ্রাম চালাতে হবে'। তথ্যসূত্র: এনডিটিভি।

কোন মন্তব্য নেই