একমাসের ব্যবধানে ১৫১ টাকা বাড়ল এলপি গ্যাসের দাম
একমাসের মাথায় আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, ভোক্তা পর্যায়ে ১৫১ টাকা বেড়ে ১২ কেজির সিলিন্ডার এখন ১৩৯১ টাকা। বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের নতুন এই দর ঘোষণা করে।
সংস্থাটির দাবি, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ায় দেশেও দাম সমন্বয় করা হয়েছে।বিইআরসি জানায়, মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম গত মাসের চেয়ে ১৫১ টাকা বেশি ধরা হয়েছে। আমদানিনির্ভর এই জ্বালানির ক্ষেত্রে সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য হিসেবে ধরা হয়েছে। ((মূল্য সংযোজন করসহ ১১৫ টাকা ৮৮ পয়সা হিসেবে এখন থেকে বিক্রি হবে।
গ্যাসের নতুন দর আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলেও জানানো হয় বিইআরসি-র ব্রিফিংয়ে।
এরআগে ৩ ফেব্রুয়ারি এলপি গ্যাস ১২ কেজি প্রতিটি সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয় এক হাজার ২৪০।
কোন মন্তব্য নেই