ইউক্রেনের বন্দরনগরী খেরসন রাশিয়ার দখলে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউক্রেনের বন্দরনগরী খেরসন রাশিয়ার দখলে


ইউক্রেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী খেরসনের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার সেনাবাহিনীর হাতে। খেরসনের আঞ্চলিক প্রশাসনিক ভবনটি রুশ বাহিনী সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক প্রশাসনের প্রধান হেনাডলি লাহুতা। এক ফেসবুকে পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।


এটিই হচ্ছে রুশ বাহিনীর দখলে চলে যাওয়া প্রথম গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর।


এছাড়াও মারিউপোল শহরের ওপর প্রচণ্ড গোলাবর্ষণ চলছে এবং শহরটি রুশ বাহিনী ঘিরে রেখেছে।


দি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধের সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা শুরু করেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, রুশ অভিযানের কারণে ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালানো মানুষের সংখ্যা এক মিলিয়ন বা ১০ লাখ ছাড়িয়েছে।


এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে তা হবে 'পারমাণবিক যুদ্ধ।'


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি নতুন ভিডিও প্রকাশ করে বলেছেন, রাশিয়ার বাহিনী তার দেশে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার জন্য মস্কোকে মূল্য দিতে হবে।


গত এক সপ্তাহ বিশ্বজুড়ে আলোচনায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। পুতিনের হুঁশিয়ারি, ক্ষেপণাস্ত্র হামলা, ইউক্রেনের প্রতিরোধের আহ্বান, রাশিয়াসহ বিশ্বের নানা প্রান্তে যুদ্ধবিরোধী প্রতিবাদ।


এদিকে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকাপড়া বাংলাদেশি জাহাজটিতে থাকা ২৮ জন নাবিক ও ইঞ্জিনিয়ারকে ওই বন্দর থেকে দুই কিলোমিটার দূরের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। পোল্যান্ড থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এ তথ্য জানিয়েছেন।


‘বাংলার সমৃদ্ধি’ নামের ওই জাহাজটিতে বুধবার রকেট হামলায় নিহত হওয়া ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহও একটি নিরাপদ হিমাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।


কোন মন্তব্য নেই