এবি ব্যাংক বন্ডের সাবস্ক্রিপশন শেষ হচ্ছে কাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবি ব্যাংক বন্ডের সাবস্ক্রিপশন শেষ হচ্ছে কাল


পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ডের সাধারণ বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ৬০ কোটি টাকার বিপরীতে সাবস্ক্রিপশনের সময় শেষ হচ্ছে আগামীকাল। এ বন্ডে আবেদনের জন্য চতুর্থ ও শেষবারের মতো ৩০ মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 


বিএসইসির ৮০০তম কমিশন সভায় বন্ডটি অনুমোদন পাওয়ার পর গত বছরের ৩০ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এর সাবস্ক্রিপশনের মেয়াদ নির্ধারিত ছিল। তবে এ সময়ে কাঙ্ক্ষিত মাত্রায় সাবস্ক্রিপশন না হওয়ার কারণে পরবর্তী সময়ে ওই বছরের ২২ মে পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়। এ সময়ের মধ্যেও সাবস্ক্রিপশন না হওয়ায় এর মেয়াদ আরো তিন মাস বাড়িয়ে ২২ আগস্ট করা হয়। এ সময়েও বন্ডটি কেনার জন্য কাঙ্ক্ষিত ক্রেতা খুঁজে পায়নি এবি ব্যাংক। পরে ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে তৃতীয় দফায় ওই বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত বন্ডটির সাবস্ক্রিপশনের মেয়াদ বাড়ানো হয়। কিন্তু এ সময়ের মধ্যেও কাঙ্ক্ষিত সাবস্ক্রিপশন না হওয়ায় চতুর্থবারের মতো এর সময় বাড়ানোর জন্য বিএসইসির কাছে আবেদন জানায় ব্যাংকটি।

কোন মন্তব্য নেই