১ কোটি ডলার পেয়েছে ইউনিক হোটেল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১ কোটি ডলার পেয়েছে ইউনিক হোটেল


কাতারের দোহাভিত্তিক কোম্পানি নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভির কাছ থেকে শেয়ার বিক্রির ১ কোটি ৯ লাখ ১১ হাজার ৫৮৭ ডলার পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। তালিকাভুক্ত কোম্পানিটির সাবসিডিয়ারি ইউনিক মেঘনাঘাট  পাওয়ার লিমিটেডের শেয়ার কেনার বিপরীতে দ্বিতীয় ও তৃতীয় দফায় এ অর্থ পেয়েছে তারা। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।


তথ্যানুসারে, ২৭ মার্চ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ব্যাংক হিসাবে নিবরাস অর্থ পাঠিয়েছে। অভিহিত মূল্য, প্রিমিয়াম ও আরজেএসসির স্ট্যাম্প ডিউটি বাবদ এ অর্থ পাঠিয়েছে কাতারের কোম্পানিটি। চুক্তির শর্তানুসারে পরবর্তী সময়ে চতুর্থ ও শেষ দফার অর্থ পাঠানো হবে।


কোম্পানি সূত্রে জানা গেছে, শেয়ার বিক্রির পর বর্তমানে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের কাছে বিদ্যুৎ কেন্দ্রটির ৩৭ দশমিক ২৪ শতাংশ, নিবরাসের ২৪ ও স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের ৩৭ দশমিক ৭৬ শতাংশ শেয়ার রয়েছে।


২০২১ সালের ১৫ এপ্রিল ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ১১ দশমিক ৭৬ শতাংশ শেয়ার কিনতে নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভির সঙ্গে চুক্তি করে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। চুক্তি অনুসারে নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভির কাছে ইউনিক মেঘনাঘাট পাওয়ারের ১৪ হাজার ৬৪১টি শেয়ার বিক্রি করা হবে, যা কোম্পানিটির  মোট শেয়ারের ১১ দশমিক ৭৬ শতাংশ। ১০ টাকা অভিহিত মূল্যে ১৪ হাজার ৬৪১টি শেয়ারের দর দাঁড়ায় ১ লাখ ৪৬ হাজার ৪১০ টাকা। এর সঙ্গে প্রিমিয়াম মিলিয়ে নিবরাস পাওয়ারের কাছে মোট ২ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮০০ ডলারে ইউনিক মেঘনাঘাট পাওয়ারের শেয়ার বিক্রি করা হবে।

কোন মন্তব্য নেই