চাঁদে ফোরজি চালু করবে নকিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চাঁদে ফোরজি চালু করবে নকিয়া


চলতি বছরের শেষ দিকে চাঁদের বুকে ফোরজি মোবাইল নেটওয়ার্ক চালুর প্রস্তুতি নিচ্ছে নকিয়া করপোরেশন। অনুসন্ধান প্রক্রিয়ার গতি বাড়াতে এবং মহাকাশে মানুষের উপস্থিতির পথ প্রশস্ত করার পরিকল্পনা নিয়েই এমন উদ্যোগ নিয়েছে ফিনল্যান্ডভিত্তিক সেলফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। মার্কিন মহাকাশ সংস্থা ইনটুইটিভ মেশিনসের ডিজাইন করা চাঁদে অবতরণ যন্ত্র নোভা-সির মধ্যে একটি অ্যান্টেনাসজ্জিত বেস স্টেশন এবং এর সঙ্গে থাকা একটি সৌরচালিত রোভার দিয়ে নেটওয়ার্কটি পরিচালিত হবে। খবর সিএনবিসি

কোন মন্তব্য নেই