মাইক্রোসফটের প্রথম এআই-চালিত নিরাপত্তা পরিষেবা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাইক্রোসফটের প্রথম এআই-চালিত নিরাপত্তা পরিষেবা


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সাইবার নিরাপত্তা সহকারী পরিষেবা চালু করেছে মাইক্রোসফট। প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, সাইবার হামলা মোকাবেলা, সাইবার হুমকি শনাক্ত এবং ডাটাগুলো আরো ভালোভাবে বিশ্লেষণ করতে সহায়ক হবে পরিষেবাটি। এতে ওপেনএআইয়ের জিপিটি-ফোর জেনারেটিভ এআই মডেল ব্যবহার করা হয়েছে। খবর রয়টার্স।


মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি সহজ প্রম্পট বক্স। ব্যবহারকারীর ডিসপ্লেতে এটি ভেসে উঠবে। যার মাধ্যমে ডাটা চুরি ও অন্যান্য নিরাপত্তাসংক্রান্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। অন্যান্য এআই-চালিত পরিষেবাগুলোর মতোই সবার জন্য ও পরিষেবাটি উন্মুক্ত। ডাটা নিরাপত্তাসম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে এ কো-পাইলট বা সহকারী সরঞ্জামটিকে জিজ্ঞাসা করা যাবে। এটি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এবং দুর্বলতাগুলো বিশ্লেষণ করার পর একটি প্রতিবেদন বা প্রতিক্রিয়া প্রদান করতে সক্ষম।


মাইক্রোসফট সিকিউরিটির করপোরেট ভাইস প্রেসিডেন্ট ভাসু জ্যাকাল বলেন, ‘‌আজকের দিনে সাইবার নিরাপত্তা পেশাজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাদারদের বিরুদ্ধে সাইবার হামলার ঝুঁকি এখন আগের তুলনায় অনেক বেশি।’

কোন মন্তব্য নেই