ল্যাটিটিউডের সার্ভার থেকে বড় ধরনের তথ্য চুরি
অস্ট্রেলিয়ার ডিজিটাল লেনদেন ও ঋণদাতা প্রতিষ্ঠান ল্যাটিটিউড হোল্ডিংসের সার্ভার থেকে বড় ধরনের তথ্য চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ কথা জানায়। এর মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ৭৯ লাখ চালকের লাইসেন্স এবং ৫৩ হাজার পাসপোর্টের নম্বর চুরি হয়েছে। ১৬ মার্চ তথ্য চুরির ঘটনা ঘটে। এছাড়া ১০০ গ্রাহকের মাসিক লেনদেনের তথ্যও চুরি গেছে। সিইও আহমেদ ফাহুর জানান, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত প্লাটফর্ম সংস্কার করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের হামলা মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রয়টার্স
কোন মন্তব্য নেই