কানাডার পার্লামেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কানাডার পার্লামেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাস

 


কানাডার হাউস অব কমন্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাস হয়েছে। এই বিল পাসের মাধ্যমে কানাডা এখন থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। কানাডার বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার (৩১ মার্চ) এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিল পাসের মাধ্যমে কানাডা এখন থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করবে। এটা বাংলাদেশি-কানাডিয়ানদের জন্য এবং সারা বিশ্বের মাতৃভাষা প্রেমিকদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান বিলটির ওপর আলোচনা ও পাসের সময় কানাডিয়ান পার্লামেন্টে উপস্থিত ছিলেন। বিলটি উত্থাপন করে কেন হার্ডি। বিলটির সমর্থক সিনেটর মোবিনা এস জাফর বিলটি পাসের সময় পার্লামেন্টে উপস্থিত ছিলেন।

বিলটি পাসের পর কানাডার সংসদ সদস্য, সিনেটররা হাইকমিশনারকে অভিনন্দন জানান। বিলটি পাসের সময় কানাডার বিরোধী দলীয় নেতাও সংসদে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অফ ওয়ার্ল্ড সোসাইটির প্রেসিডেন্ট আমিনুল ইসলামের অবদানকে বিশেষভাবে স্মরণ করি। আমিনুল ইসলাম, পার্লামেন্ট মেম্বার সিনেটররা দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিলটি পাসে চেষ্টা চালিয়ে গেছেন।


কোন মন্তব্য নেই