ভারতে ১৫টি প্রিমিয়াম স্টোর চালু করবে স্যামসাং
ফ্ল্যাগশিপ ক্যাটাগরির পণ্যের বিক্রি বাড়াতে ভারতের নয়টি শহরে ১৫টি প্রিমিয়াম এক্সপেরিয়েন্স স্টোর চালু করবে স্যামসাং। সম্প্রতি দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির এক মুখপাত্র এ কথা জানান। স্যামসাং ইন্ডিয়া ডিটুসি বিজনেসের সিনিয়র ডিরেক্টর সুমিত ওয়ালিয়া জানান, ব্র্যান্ড স্টোরসহ বেঙ্গালুরু ও দিল্লির প্রিমিয়াম স্টোরে পণ্যের চাহিদা বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, আহমেদাবাদ, কলকাতা, চণ্ডীগড় ও পুনেতে প্রথম ধাপে ১৩টি স্টোর চালু করা হবে। পিটিআই
কোন মন্তব্য নেই