ভারতে ১৫টি প্রিমিয়াম স্টোর চালু করবে স্যামসাং - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতে ১৫টি প্রিমিয়াম স্টোর চালু করবে স্যামসাং



ফ্ল্যাগশিপ ক্যাটাগরির পণ্যের বিক্রি বাড়াতে ভারতের নয়টি শহরে ১৫টি প্রিমিয়াম এক্সপেরিয়েন্স স্টোর চালু করবে স্যামসাং। সম্প্রতি দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির এক মুখপাত্র এ কথা জানান। স্যামসাং ইন্ডিয়া ডিটুসি বিজনেসের সিনিয়র ডিরেক্টর সুমিত ওয়ালিয়া জানান, ব্র‍্যান্ড স্টোরসহ বেঙ্গালুরু ও দিল্লির প্রিমিয়াম স্টোরে পণ্যের চাহিদা বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, আহমেদাবাদ, কলকাতা, চণ্ডীগড় ও পুনেতে প্রথম ধাপে ১৩টি স্টোর চালু করা হবে। পিটিআই

কোন মন্তব্য নেই