মার্কিন আদালতে শাস্তির মুখে গুগল
গুরুত্বপূর্ণ এক মামলার প্রমাণ মুছে ফেলার অভিযোগে মার্কিন আদালতের শাস্তির মুখে পড়তে যাচ্ছে গুগল। ইচ্ছাকৃতভাবে কর্মীদের চ্যাট বা কথোপকথন প্রমাণ নষ্ট করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
দেশটির আদালতের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গুগলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মামলার প্রমাণ মুছে ফেলার অভিযোগ রয়েছে। এজন্য প্রতিষ্ঠানটিকে অবশ্যই শাস্তির মুখে পড়তে হবে। পাশাপাশি সম্ভাব্য জরিমানার মুখেও পড়তে পারে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।
স্যান ফ্রান্সিসকো অঙ্গরাজ্যের জেলা বিচারক জেমস ডোনাটো সাম্প্রতিক রায়ে বলেন, ‘মামলার রেকর্ড সংরক্ষণের ক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে গুগল। রায়টি অনেকগুলো রাজ্য ও প্রতিষ্ঠানের একটি সংঘবদ্ধ বা শ্রেণীভুক্ত মামলা। এ মামলার সঙ্গে ২ কোটি ১০ লাখ মার্কিন নাগরিক জড়িত।’ অভিযোগকারীরা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশনে গুগলের একচেটিয়া অর্থাৎ বাজার দখলের অভিযোগ জানিয়েছেন। যদিও গুগল সব ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অভিযোগকারীরা মোট ৪৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। বিচারক ২১ এপ্রিলের মধ্যে আবেদনকারীদের দাবির বিষয়টি দাপ্তরিকভাবে উপস্থাপন করার নির্দেশনা দিয়েছেন।
কোন মন্তব্য নেই