জ্বালানি সাশ্রয়ী সিয়েরা ফরেস্ট চিপ আনবে ইন্টেল
কার্বন নিঃসরণ কমানোর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটা সেন্টারগুলোয় পরিবর্তন আনছে। এর অংশ হিসেবে আগামী বছরের শুরুতে জ্বালানি সাশ্রয়ী ডাটা সেন্টার চিপ আনার কথা ভাবছে ইন্টেল। এটিকে সিয়েরা ফরেস্ট নাম দেয়া হয়েছে। খবর গিজমোচায়না।
বিভিন্ন পণ্য বাজারজাতে বিলম্বের কারণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি জটিল সময় পার করছে, কিন্তু তার পরও কম্পিউটার ও সার্ভার প্রসেসিং চিপ খাতের ৭০ শতাংশ দখলে রেখেছে প্রতিষ্ঠানটি। ২০১৭ সালে যেখানে ৯০ শতাংশ হিস্যা ছিল ইন্টেলের।
ইন্টেলের ডাটা সেন্টার ও এআই গ্রুপের স্যান্ড্রা রিভেরা কোম্পানির জটিল সময় পার করার বিষয় স্বীকার করেছেন। তবে এও জানিয়েছেন ইন্টেল পুনরায় ব্যবসায় ফিরে এসেছে এবং ইঞ্জিনিয়ারিংয়ের জায়গাগুলোয় বড় পরিবর্তন আনছে। প্রতিষ্ঠানটির চতুর্থ প্রজন্মের জিওন প্রসেসর, স্যাফায়ার র্যাপিডস বাজারজাতে দেরি হয়। সেখানে জায়গা করে নেয় এএমডি। রিভেরা নিশ্চিত করেছেন, ২০২৩ সালের শেষ নাগাদ পঞ্চম প্রজন্মের জিওন প্রসেসর, এমিরাল্ড র্যাপিডস বাজারজাতের তথ্য নিশ্চিত করেছেন।
পরবর্তী প্রজন্মের গ্রানাইট র্যাপিডস ২০২৪ সালে সিয়েরা ফরেস্টের সঙ্গে উন্মোচন করা হবে বলে সূত্রে জানা গেছে। ক্লিয়ারওয়াটার নামের আরেকটি শক্তিসাশ্রয়ী চিপ ২০২৫ সালে বাজারজাতের পরিকল্পনা রয়েছে বলেও ইন্টেল সূত্রে জানা গেছে।
সার্ভার চিপ, কম্পিউটার চিপের পাশাপাশি ইন্টেল ডেভেলপার ক্লাউডের উন্নয়নেও কাজ করছে এ প্রযুক্তি জায়ান্ট। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অ্যাপ চালানোর জন্য এতে ২৫৬ জিওনক চিপ ও ৫১২ গাউদি চিপ ব্যবহার করা হয়েছে। সামনে প্রযুক্তি জায়ান্টটি একাধিক পণ্য উন্মোচন করবে।
কোন মন্তব্য নেই