দুর্বল কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধি, উদ্বিগ্ন বাজার বিশ্লেষকরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দুর্বল কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধি, উদ্বিগ্ন বাজার বিশ্লেষকরা

 


দুর্বল কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধি, উদ্বিগ্ন বাজার বিশ্লেষকরা

নিজস্ব প্রতিবেদক: সামগ্রিক বাজার টানা মন্দায় থাকলেও দুর্বল ও লোকসানি (‘জাঙ্ক’) কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এতে বাজার বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কোম্পানিগুলো বারবার জানাচ্ছে যে তাদের কাছে এমন কোনো দামের পেছনে যৌক্তিক তথ্য নেই, তবুও দাম বেড়েই চলেছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ ১০টি লাভজনক শেয়ারের মধ্যে দুটি ছিল লোকসানি কোম্পানি এবং সাতটি ছিল ‘বি’ ক্যাটাগরির। অথচ এসব কোম্পানির মধ্যে কয়েকটি বছরের পর বছর নিষ্ক্রিয় এবং নিয়মিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করছে না।

বাজার কারসাজির আভাস

বিশ্লেষকরা বলছেন, দুর্বল ও নিষ্ক্রিয় কোম্পানির শেয়ারদরের অস্বাভাবিক বৃদ্ধি ইঙ্গিত দেয়—নতুন কমিশনের পদক্ষেপ সত্ত্বেও বাজারে কারসাজিকারীরা সক্রিয় রয়েছে। তাদের মতে, মৌলিক আর্থিক অবস্থার কোনো উন্নতি না হওয়া সত্ত্বেও দামের উল্লম্ফন ‘ফটকাবাজারি কার্যক্রম’-এর ফল।

উদাহরণসমূহ

  • ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইটি কোম্পানি): চলতি অর্থবছরের ৯ মাসে ১.৮৬ মিলিয়ন টাকা লোকসান করেছে এবং ২০২৪ সালে মাত্র ০.৫০% নগদ লভ্যাংশ দিয়েছে। তবুও এক সপ্তাহে শেয়ারদর ৪৭% বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার ৭২ টাকা ৬০ পয়সায় ক্লোজ করেছে।

  • সমতা লেদার কমপ্লেক্স: ২০২৪-২৫ অর্থবছরের কোনো ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করেনি, তবুও এক মাসে শেয়ারদর ৪৭% বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার দাম বেড়ে ১০৪ টাকা ২০ পয়সায় পৌঁছেছে।

  • জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ ও জিল বাংলা সুগার মিলস: কার্যক্রম প্রায় বন্ধ থাকা সত্ত্বেও বৃহস্পতিবার যথাক্রমে ৮.৭০% ও ৮.৩০% দাম বেড়েছে।

সতর্কবার্তা

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্বল শেয়ারের এই অস্বাভাবিক উত্থান কেবল কারসাজির মাধ্যমেই সম্ভব। একটি গ্রুপ দাম বাড়ালে দ্রুত লাভের আশায় অন্য বিনিয়োগকারীরাও তাতে যুক্ত হন। বিশ্লেষকরা বিনিয়োগকারীদের প্রতি লোকসানি ও নিষ্ক্রিয় কোম্পানির শেয়ারে বিনিয়োগে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

কোন মন্তব্য নেই