ব্লুমবার্গের ইএসজি টেকসই তালিকায় বাংলাদেশি ১১ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: ব্লুমবার্গের পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) ভিত্তিক টেকসই তালিকায় এবার জায়গা করে নিয়েছে বাংলাদেশের ১১টি প্রতিষ্ঠান। গত বছর এই সংখ্যা ছিল ১০টি। এবারের তালিকায় শীর্ষ তিনে রয়েছে ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফিন্যান্স এবং সিটি ব্যাংক।
প্রথমবারের মতো তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক। তবে আগের বছর তালিকায় থাকা ম্যারিকো বাংলাদেশ এবার বাদ পড়েছে। নির্বাচিত প্রতিষ্ঠানের মধ্যে তিনটি বহুজাতিক কোম্পানি।
ইএসজি রেটিংয়ের মাধ্যমে কোম্পানির পরিবেশবান্ধব কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন মানদণ্ড মূল্যায়ন করা হয়। বিদেশি বিনিয়োগকারীরা এই রেটিংকে গুরুত্ব দেন। এবারের তালিকায় ৩.৮০ গড় স্কোর নিয়ে শীর্ষে আছে ব্র্যাক ব্যাংক, যা গত বছর দ্বিতীয় স্থানে ছিল।
তালিকায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহ
-
১ম: ব্র্যাক ব্যাংক – ৩.৮০ (গত বছর ২য়)
-
২য়: আইডিএলসি ফিন্যান্স – ৩.৫১ (গত বছর ১ম)
-
৩য়: সিটি ব্যাংক – ২.৬৪ (প্রথমবার অন্তর্ভুক্ত)
-
৪র্থ: লাফার্জ হোলসিম বাংলাদেশ – ১.৯১ (গত বছর ৬ষ্ঠ)
-
৫ম: গ্রামীণফোন – ১.৮০ (গত বছর ৩য়)
-
৬ষ্ঠ: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ – ১.৪৭ (গত বছর ৪র্থ)
-
৭ম: বিএসআরএম স্টিল – ১.৪১ (গত বছর ১০ম)
-
৮ম: মবিল যমুনা বাংলাদেশ – ১.৩২ (অবস্থান অপরিবর্তিত)
-
৯ম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস – ১.০৫ (অবস্থান অপরিবর্তিত)
-
১০ম: ওয়ালটন বিডি – ০.৯৭ (গত বছর ৭ম)
-
১১তম: মার্কেন্টাইল ব্যাংক – ০.৯৭ (প্রথমবার অন্তর্ভুক্ত)
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশি কোম্পানিগুলোকে বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।
কোন মন্তব্য নেই