গ্রোক ব্যবহারকারীদের ব্যক্তিগত আলাপ গুগলে ফাঁস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গ্রোক ব্যবহারকারীদের ব্যক্তিগত আলাপ গুগলে ফাঁস

 


গ্রোক ব্যবহারকারীদের ব্যক্তিগত আলাপ গুগলে ফাঁস

📅 প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১৮:৪৩

ইলোন মাস্কের তৈরি চ্যাটবট গ্রোক ব্যবহারকারীদের হাজারো ব্যক্তিগত আলাপ এখন গুগল সার্চে উন্মুক্ত হয়ে পড়েছে। স্থানীয় গণমাধ্যম ফোর্বস জানিয়েছে, গ্রোকের ‘শেয়ার’ বাটনে ক্লিক করলে তৈরি হওয়া বিশেষ লিংকগুলো গুগল, বিং ও ডাকডাকগো-এর মতো সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয়ে যাচ্ছে। ফলে যে কেউ অনলাইনে সহজেই এসব ব্যক্তিগত চ্যাট দেখতে পাচ্ছে। খবর—টেকক্রাঞ্চ।

কী ধরণের তথ্য ফাঁস হয়েছে?

ফোর্বসের অনুসন্ধানে দেখা গেছে, প্রকাশিত চ্যাটগুলোর মধ্যে রয়েছে—

  • ক্রিপ্টো ওয়ালেট হ্যাকিং সংক্রান্ত আলাপ

  • কৃত্রিম বুদ্ধিমত্তার চরিত্র নিয়ে অশালীন আলোচনা

  • মাদক তৈরির নির্দেশ চাওয়া

এ ধরনের আলাপ স্পষ্টতই গ্রোকের নীতিমালার বিরুদ্ধে। গ্রোকের নিয়ম অনুযায়ী, জীবন-ক্ষতি বা বিপজ্জনক কার্যক্রমে সহায়তা দেয় এমন কোনো তথ্য দেয়া নিষিদ্ধ।

এক্সএআই-এর অবস্থান

যদিও এ বিষয়ে গ্রোকের নির্মাতা প্রতিষ্ঠান এক্সএআই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে তারা তদন্ত করছে কখন থেকে এসব লিংক সার্চ ইঞ্জিনে ইনডেক্স হতে শুরু করেছে।

প্রসঙ্গত, এর আগেও মেটা ও ওপেনএআইয়ের চ্যাটবট ব্যবহারকারীদের আলাপ সার্চ ইঞ্জিনে ফাঁস হয়েছিল। গত মাসে ওপেনএআই জানিয়েছিল, সেটি একটি পরীক্ষামূলক উদ্যোগ ছিল। অন্যদিকে, ইলোন মাস্কের দাবি—গ্রোকে কোনো “শেয়ার ফিচার” নেই এবং তারা ব্যবহারকারীর গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।

কোন মন্তব্য নেই