অ্যান্ড্রয়েড ফোনের গোপনীয়তা রক্ষায় একজোট ৫ প্রযুক্তি জায়ান্ট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অ্যান্ড্রয়েড ফোনের গোপনীয়তা রক্ষায় একজোট ৫ প্রযুক্তি জায়ান্ট

 

অ্যান্ড্রয়েড ফোনের গোপনীয়তা রক্ষায় একজোট ৫ প্রযুক্তি জায়ান্ট

📅 প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ০২:৫৬

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় একজোট হয়েছে বিশ্বের পাঁচটি শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। শাওমি, অপো, ভিভো, অনর ও লেনোভো যৌথভাবে নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করবে বলে ঘোষণা দিয়েছে। খবর—গিজচায়না।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এতদিন অ্যান্ড্রয়েড ফোনে গোপনীয়তার নিয়ম ছিল ভিন্ন ভিন্ন এবং প্রায়ই বিভ্রান্তিকর। প্রতিটি ব্র্যান্ড গুগলের মূল সিস্টেমকে পরিবর্তন করত, আবার অ্যাপগুলোও ভিন্নভাবে অনুমতি চাইত। এতে ব্যবহারকারীরা নিরাপত্তা নিয়ে দ্বিধায় পড়তেন। এবার নতুন কাঠামোতে গোপনীয়তা নিয়ন্ত্রণ করবে ফোনের মূল সিস্টেম, আলাদা কোনো অ্যাপ নয়।

নতুন কাঠামোর বৈশিষ্ট্য

  • ‘ডুয়াল-ট্র্যাক’ ডিজাইন: নিরাপত্তা ও ব্যবহার সুবিধার মধ্যে সমতা

  • কোন অ্যাপ কোন তথ্য ব্যবহার করছে, তা সঙ্গে সঙ্গে জানতে পারবেন ব্যবহারকারীরা

  • অপ্রয়োজনীয় অনুমতি চাইতে পারবে না কোনো অ্যাপ

বাজার বিশ্লেষকদের মতে, প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর এভাবে একসঙ্গে কাজ করা বিরল ঘটনা। তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে—গুগল এ উদ্যোগকে সমর্থন করবে নাকি বিরোধিতা করবে? কারণ অ্যান্ড্রয়েড ডিভাইস যতই জনপ্রিয় হোক না কেন, পুরো ইকোসিস্টেম এখনো গুগলের পরিষেবার ওপর নির্ভরশীল।


কোন মন্তব্য নেই