শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার, সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার, সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ

 



শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার, সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ

📅 প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৫:২৫

শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে (৭৬) গ্রেফতার হয়েছেন। দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) শুক্রবার কলম্বোতে তার কার্যালয়ে গিয়ে বিবৃতি দেয়ার সময় তাকে গ্রেফতার করে।

সিআইডির অভিযোগ, বিক্রমাসিংহে রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করে লন্ডনে স্ত্রীর স্নাতক সমাবর্তনে যোগ দিয়েছেন। বিষয়টি ২০২৩ সালের কিউবায় অনুষ্ঠিত জি-৭৭ সম্মেলন থেকে ফেরার পথে যুক্তরাজ্যে একবার অবস্থানের সময় ঘটে। বিক্রমাসিংহে অভিযোগ অস্বীকার করেছেন।

বিক্রমাসিংহে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীলংকার প্রেসিডেন্ট ছিলেন। দেশের ইতিহাসে ভয়াবহ অর্থনৈতিক সংকটের সময়, তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছাড়লে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ছয় দফা প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিবিসি জানাচ্ছে, তার দুই বছরের প্রেসিডেন্ট মেয়াদে ২৩টি বিদেশ সফরের ব্যয় ছিল প্রায় ৬০০ মিলিয়ন শ্রীলংকান রুপি (২০ লাখ মার্কিন ডলার)। সিআইডির অভিযোগ, যুক্তরাজ্যের সফরটি ছিল ব্যক্তিগত, অথচ রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করা হয়েছে।

কোন মন্তব্য নেই