বিরাট কোহলির ঘোষণা: ‘এখন আগের চেয়েও বেশি ফিট’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিরাট কোহলির ঘোষণা: ‘এখন আগের চেয়েও বেশি ফিট’

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বিরাট কোহলির ঘোষণা: ‘এখন আগের চেয়েও বেশি ফিট’

ক্রীড়া প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, রাত ৮:৪৯

ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর মাঠে ফিরলেও শারীরিকভাবে তিনি আগের চেয়েও বেশি ফিট। বর্তমানে তিনি শুধু ওয়ানডে ক্রিকেটেই ভারতের প্রতিনিধিত্ব করছেন।

দীর্ঘ ২২৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এই সাবেক অধিনায়ক। অস্ট্রেলিয়ার পার্থে ওয়ানডে সিরিজে নামেন কোহলি। যদিও ম্যাচে তিনি রানশূন্য হয়ে ফেরেন, তবু আত্মবিশ্বাসী বিরাট জানালেন—শরীর ও মানসিকভাবে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত।

‘ফক্স স্পোর্টস’-এ অ্যাডাম গিলক্রিস্ট ও রবি শাস্ত্রীর সঙ্গে আলাপচারিতায় বিরাট বলেন,

“গত ১৫-২০ বছরে এত বেশি ক্রিকেট খেলেছি যে বিশ্রাম পাইনি। এবার কিছুটা বিরতি পেয়ে মানসিকভাবে অনেকটা ফ্রেশ হয়েছি। শারীরিকভাবেও নিজেকে আগের চেয়েও বেশি ফিট মনে হচ্ছে।”

তিনি আরও বলেন,

“আমি এমন একজন ক্রিকেটার, যে প্রস্তুতি ছাড়া কখনও মাঠে নামে না। লন্ডনে যে সময় কাটিয়েছি, সেটা কাজে লেগেছে। এই সিরিজের জন্য পুরোপুরি তৈরি আমি।”

অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন কোহলি।

“অস্ট্রেলিয়ায় খেলতে সবসময়ই ভালো লাগে। এখানে খেলাটা চ্যালেঞ্জিং, তবে এখানে পাওয়া অভিজ্ঞতাই আমাকে কোহলি বানিয়েছে,” বলেন তিনি।

যদিও ম্যাচে ৮ বল খেলে শূন্য রানে আউট হন তিনি, তবু অস্ট্রেলিয়ার মাটিতে তার বহু স্মরণীয় ইনিংস রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সময়ের অন্যতম সেরা এই ব্যাটার আবারও ফর্মে ফিরবেন খুব দ্রুতই।

কোন মন্তব্য নেই