অভিনয় ছেড়ে ধর্মের পথে, বিয়ের পর সমালোচনায় জাইরা ওয়াসিম
অভিনয় ছেড়ে ধর্মের পথে, বিয়ের পর সমালোচনায় জাইরা ওয়াসিম
বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, রাত ৯:১২
‘দঙ্গল’খ্যাত বলিউড তারকা জাইরা ওয়াসিম আবারও আলোচনায়। ধর্মীয় কারণে পাঁচ বছর আগে অভিনয়কে বিদায় জানানো এই অভিনেত্রী এবার বিয়ের খবর প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে জাইরা জানান, তিনি বিয়ে করেছেন। এক ছবিতে দেখা যায়—কাবিননামায় স্বাক্ষর করছেন তিনি, অন্যটিতে স্বামীকে নিয়ে চাঁদ দেখছেন। ক্যাপশনে শুধু লিখেছেন, “কবুল।”
ছবিতে জাইরার গায়ে গাঢ় লাল দোপাট্টা, পাশে ক্রিম রঙের শেরওয়ানিতে তার বর। তবে দুজনের মুখ দেখা যায়নি।
বিয়ের খবর প্রকাশের পর ইনস্টাগ্রামে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শুভেচ্ছা জানালেও অনেকেই সমালোচনায় মুখর। কেউ লিখেছেন, “ধর্ম তোমার প্রতিভাকে থামিয়ে দিল,” আবার কেউ বলেছেন, “মৌলবাদ তোমার ক্যারিয়ারকে গ্রাস করেছে।” তবে কোনো মন্তব্যের জবাব দেননি জাইরা।
‘দঙ্গল’ থেকে বিদায় পর্যন্ত
২০১৬ সালে আমির খানের ব্লকবাস্টার সিনেমা ‘দঙ্গল’-এ গীতা ফোগাটের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান জাইরা ওয়াসিম। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ অভিনয় করেন তিনি।
২০১৯ সালে ধর্মীয় কারণ দেখিয়ে অভিনয় ছাড়েন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নেন।
দীর্ঘ নীরবতার পর বিয়ের ঘোষণা দিয়েই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই সাবেক তারকা।

কোন মন্তব্য নেই