লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবি জামায়াতে ইসলামী’র - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবি জামায়াতে ইসলামী’র

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবি জামায়াতে ইসলামী’র

 টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, রাত ৯:০৫

চৌমুহনী-লক্ষ্মীপুর-রায়পুর-চাঁদপুর রেল সংযোগের দাবি তুলেছে জামায়াতে ইসলামী।
রবিবার (১৯ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি।

জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া লিখিত বক্তব্যে বলেন, “চৌমুহনী থেকে বিদ্যমান রেললাইন বর্ধিত করে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হয়ে চাঁদপুর পর্যন্ত সংযোগ স্থাপন দীর্ঘদিনের দাবি। লক্ষ্মীপুরের প্রায় ২৫ লাখ মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য এটি এখন সময়ের দাবি।”

তিনি জানান, ১৯৭৩ সালে প্রথমবার চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেললাইন স্থাপনের মাঠ জরিপ পরিচালিত হয় এবং ২০১৪ সালে রেল মন্ত্রণালয়ে একটি চাহিদাপত্রও দাখিল করা হয়। পরবর্তীতে তৎকালীন রেলমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন, তবে এখনো প্রকল্প বাস্তবায়ন হয়নি।

রুহুল আমিন ভূঁইয়া বলেন, “এই রেল সংযোগ চালু হলে আঞ্চলিক অর্থনীতি গতিশীল হবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।”

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি, বলেন, “লক্ষ্মীপুরের ২৫ লাখ মানুষের প্রাণের দাবি এই রেললাইন। এটি বাস্তবায়িত হলে জেলার কৃষি ও ব্যবসায় খাতে বিপ্লব ঘটবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ।

জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, গণমাধ্যমের সহায়তায় এই ন্যায্য দাবি সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং শিগগিরই লক্ষ্মীপুরবাসী আধুনিক রেল যোগাযোগের সুবিধা পাবে।

কোন মন্তব্য নেই