১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন দ্বীপ: পর্যটকদের জন্য সুখবর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন দ্বীপ: পর্যটকদের জন্য সুখবর

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন দ্বীপ: পর্যটকদের জন্য সুখবর

জ্যেষ্ঠ প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, রাত ৯:১১

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নভেম্বর থেকে চালু হবে। তবে দ্বীপে রাতযাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে।”

জুলাই সনদ ও রাজনৈতিক প্রেক্ষাপট

রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “একটি দলের ভিন্নমত মানেই দূরত্ব নয়। গণতন্ত্রে মতবিরোধ থাকতেই পারে। যারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, তারা তাদের মতামতসহ নোট দিয়েছেন—এটা গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ।”

তিনি আরও বলেন, বিএনপি পূর্বে ভিন্নমত পোষণ করলেও বর্তমানে এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি) জুলাই সনদের প্রসঙ্গ তুলছে, যা তাদের রাজনৈতিক অধিকার। সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করবে না। তবে এনসিপি চাইছে, সনদের বাস্তবায়ন রূপরেখা দলিলে অন্তর্ভুক্ত হোক এবং তা সর্বসম্মতিক্রমে হোক।

আইনি কাঠামো তৈরির প্রস্তাব

উপদেষ্টা জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আইনি কাঠামো তৈরির প্রস্তাব রয়েছে। কমিশন এ বিষয়ে সরকারকে সুপারিশ করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এটি সরাসরি আইন না হলেও একটি নীতিগত ভিত্তি হিসেবে কাজ করবে।

নির্বাচন ও সাম্প্রতিক দুর্ঘটনা প্রসঙ্গ

সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা নিয়ে তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা, সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ও সরকার প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর প্রত্যেকটির তদন্ত হবে এবং প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সচিবালয়ের আগের অগ্নিকাণ্ডের মতো এবারও স্বচ্ছ তদন্ত হবে। স্বচ্ছতা বজায় রাখার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

কোন মন্তব্য নেই