বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর কোয়াব থেকে পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর কোয়াব থেকে পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার–ব্যাটার খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)–এর কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
রবিবার (১৯ অক্টোবর) কোয়াব সভাপতি বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পাইলট।
গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোয়াব নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মিঠুন। ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, ইমরুল কায়েস এবং খালেদ মাসুদ পাইলট।
এরপর গত ৬ অক্টোবর বিসিবি পরিচালক নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে নির্বাচিত হন তিনি। উভয় সংগঠনের স্বচ্ছতা বজায় রাখতেই কোয়াবের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পাইলট।
কোয়াব সভাপতির উদ্দেশে পাঠানো চিঠিতে তিনি লেখেন—
“ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গর্বের বিষয় ছিল। সহকর্মীদের সঙ্গে কাজ করে ক্রিকেটারদের কল্যাণে সামান্য অবদান রাখতে পেরে আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন—
“সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছি। তাই উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখতে কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করছি। কোয়াবের ভবিষ্যৎ কার্যক্রমের সাফল্য কামনা করছি।”
কোন মন্তব্য নেই