শরীয়তপুরে জমি নিয়ে সংঘর্ষ: স্কুল শিক্ষক ও তার ছেলে কুপিয়ে জখম, থানায় অভিযোগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শরীয়তপুরে জমি নিয়ে সংঘর্ষ: স্কুল শিক্ষক ও তার ছেলে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 শরীয়তপুরে জমি নিয়ে সংঘর্ষ: স্কুল শিক্ষক ও তার ছেলে কুপিয়ে জখম, থানায় অভিযোগ



শরীয়তপুরে পৈতৃক সম্পত্তি দখলে বাধা দেওয়ায় এক স্কুল শিক্ষক ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (১৯ অক্টোবর) সকালে পালং উপজেলার শৌলপাড়া ইউনিয়নের পশ্চিম সারেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের স্কুল শিক্ষক নিজামুল হক খান (৪০) ও তার ছেলে রেদওয়ান উল হক খান (১৩)। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে পুনরায় হামলার আশঙ্কায় তারা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন।

ভুক্তভোগীর স্ত্রী সুবর্ণা আক্তার ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে শরীয়তপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, স্থানীয় মতিন খান ও তার সহযোগীরা জোরপূর্বক সিমেন্টের খুঁটি পুঁতে টিনের বেড়া দিতে গেলে নিজামুল হক বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফজলুল হক নামের এক ব্যক্তির নির্দেশে ধারালো অস্ত্র দিয়ে নিজামুল হককে কুপিয়ে জখম করা হয়। তার ছেলে রেদওয়ান বাবাকে বাঁচাতে গেলে তাকেও কোপানো হয়।

রবিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজামুল হক বলেন,

“এ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আদালতের রায় আমাদের পক্ষে থাকলেও প্রতিপক্ষ জোর করে দখল নিতে হামলা চালিয়েছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় আছি।”

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য দেননি।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দীন বলেন,

“ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


কোন মন্তব্য নেই