বেতন বাড়ানোর দাবিতে খালি থালা হাতে এমপিওভুক্ত শিক্ষকদের ভুখা মিছিল, দোয়েল চত্বরে আটকাল পুলিশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বেতন বাড়ানোর দাবিতে খালি থালা হাতে এমপিওভুক্ত শিক্ষকদের ভুখা মিছিল, দোয়েল চত্বরে আটকাল পুলিশ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বেতন বাড়ানোর দাবিতে খালি থালা হাতে এমপিওভুক্ত শিক্ষকদের ভুখা মিছিল, দোয়েল চত্বরে আটকাল পুলিশ



বেতন-ভাতাসহ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে খালি থালা-বাসন হাতে নিয়ে রাজধানীতে ভুখা মিছিল করেছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তবে দোয়েল চত্বরে পৌঁছালে পুলিশ মিছিলটি আটকে দেয়।

রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে “খালি থালা হাতে ভুখা মিছিল” শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। বিকাল পৌনে ৪টার দিকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক-কর্মচারীরা ‘৫% প্রজ্ঞাপন মানি না’, ‘দাবি মানো নইলে বুলেট দাও’, ‘প্রহসনের প্রজ্ঞাপন মানি না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল শুরুর আগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী বলেন,

“সরকার ৫ শতাংশ বাড়িভাড়া দেওয়ার ঘোষণা দিয়েছে—এটি আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় হলেও চূড়ান্ত নয়। আমাদের মূল লক্ষ্য পূর্ণ জাতীয়করণ, তা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

তিনি আরও জানান, দুপুর ১২টার দিকে মিছিল শুরুর কথা থাকলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের কারণে বিলম্ব হয়।

এ সময় হাইকোর্ট মোড়ে পুলিশ ও শিক্ষকরা মুখোমুখি অবস্থানে ছিলেন। ঘটনাস্থলে পুলিশের দুটি জলকামান ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়।

উল্লেখ্য, এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধির বিষয়ে সম্মতি জানায়। তবে শিক্ষকরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

গত ১২ অক্টোবর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও ঘটে। পরদিন থেকে সারা দেশে শিক্ষকরা পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন।

কোন মন্তব্য নেই