নারায়ণগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার বিতরণ, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উদ্যোগ
![]() |
| ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত |
নারায়ণগঞ্জ: তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ–৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহাম্মেদ বাবুলের পক্ষ থেকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত কলাগাছিয়ার বুরুন্দীর মোহাম্মদীয়া মাদরাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাড়মোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীনগর প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির জন্য ফিল্টার মেশিন সরবরাহ করা হয়।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা মো. শাহীন বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফিল্টার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো বন্দরে সকল বিদ্যালয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।”
স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা বলেন, বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই