ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত: আবহাওয়া অফিসের নতুন তথ্য
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত: আবহাওয়া অফিসের নতুন তথ্য
অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, সকাল ১০:৩৬
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া সারাদিন শুষ্ক থাকবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৫৬ মিনিটে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিশেষজ্ঞরা মনে করছেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে দেশের আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক ও আরামদায়ক হয়ে উঠছে, যা শীত মৌসুমের আগমনের পূর্বাভাস বহন করছে।

কোন মন্তব্য নেই